৪৫ টাকার পিয়াজ ৮০ টাকায় বিক্রি, ডিলারের কারাদণ্ড

সরকারিভাবে সরবরাহকৃত ৪৫ টাকা দরের পিয়াজ ৮০ টাকা দরে বাজারে বিক্রির দায়ে ঠাকুরগাঁওয়ে এক ডিলারকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত।

আজ রবিবার সকালে ভ্রাম্যমান আদালতের বিচারক ও সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন এ রায় প্রদান করেন। দণ্ডপ্রাপ্ত ডিলার সদর উপজেলার রুহিয়া এলাকার আসিরুদ্দীনের ছেলে আশরাফুল ইসলাম।

আদালতের বিচারক ও সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন জানান, গতকাল শনিবার সদর উপজেলার ২২টি পয়েন্টে উপজেলা প্রশাসনের নিয়োগকৃত ডিলারদের মাধ্যমে ৫২ টাকা কেজিতে পিয়াজ বিক্রি শুরু হয়। কিন্তু সন্ধ্যাবেলা আশরাফুল শহরের বাসস্ট্যান্ড বাজারে ৮০ টাকা দরে সেই পিয়াজ বিক্রি করছিল। স্থানীয়রা অভিযোগ করলে আজ রবিবার সকালে আটক করা হয় ডিলার আশরাফুল ইসলামকে ।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আশরাফুল দোষ স্বীকার করায় এ ঘটনায় তাকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। আশরাফুল পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলা থেকে অবৈধভাবে পিয়াজ এনে ঠাকুরগাঁও শহরের বাসস্ট্যান্ডে বিক্রি করছিলেন।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published.

চ্যানেল সাবস্ক্রাইব করুন