বাসের চেসিসে সাড়ে নয় হাজার ইয়াবা, আটক ২

নারায়ণগঞ্জের বন্দরে শ্যামলী পরিবহনের চেসিসের ভেতর থেকে সাড়ে নয় হাজার ইয়াবা উদ্ধার করেছে র‍্যাব। এ সময় দুইজনকে আটক করা হয়েছে।

আটকরা হলেন- খুলনার ডুমুড়িয়া এলাকার সাগর আহম্মেদ, বরিশালের মেহেদীগঞ্জের মো. জুয়েল।

শুক্রবার সন্ধ্যায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মদনপুর থেকে তাদের আটক করা হয়।

র‍্যাব-১১ এর এডিশনাল এসপি জসিম উদ্দিন চৌধুরী জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শ্যামলী পরিবহনের একটি বাস থেকে সাড়ে নয় হাজার ইয়াবাসহ দুইজনকে আটক করা হয়েছে। আটকরা বিভিন্ন কৌশলে দীর্ঘদিন ধরে কক্সবাজার থেকে ঢাকায় মাদক পাচার করছিলো।

 

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published.

চ্যানেল সাবস্ক্রাইব করুন