রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখার সুপারিশ

আগামী রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখার ব্যাপার যথাযথ পদক্ষেপ গ্রহণের জন্য মন্ত্রণালয়কে সুপারিশ করেছে বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি

রোববার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির এক বৈঠকে এ সুপারিশ করা হয়। একাদশ জাতীয় সংসদে এটি ছিল বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ৭ম বৈঠক।

বৈঠকে বাংলাদেশ ট্যারিফ কমিশন (সংশোধন) বিল-২০১৯ পরীক্ষা-নিরীক্ষা করে সংসদে প্রতিবেদন দাখিলেরও সুপারিশ করা হয়। ২০২০ সালের বাণিজ্যমেলা নিয়েও বৈঠকে বিস্তারিত আলোচনা হয়।

কমিটির সভাপতি তোফায়েল আহমেদের সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন কমিটির সদস্য বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, মাহমুদ উস সামাদ চৌধুরী, ইউসুফ আব্দুল্লাহ হারুন, মোহাম্মদ হাছান ইমাম খাঁন ও সুলতানা নাদিরা।

এছাড়াও বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব, বিভিন্ন সংস্থার প্রধান, মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা বৈঠকে উপস্থিত ছিলেন।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published.

চ্যানেল সাবস্ক্রাইব করুন