কাউন্সিলর নাঈমকে স্বেচ্ছাসেবক লীগের সম্পাদক করায় মানববন্ধন

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ৪৯নং ওয়ার্ড কাউন্সিলর আনিসুর রহমান নাঈমকে মহানগর উত্তর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পদে নির্বাচিত করায় মানববন্ধন করেছে ‘আমরা নির্যাতিত জনতা’ নামের একটি সংগঠন।

সোমবার (২৩ ডিসেম্বর) ৪৯নং ওয়ার্ডের নির্যাতিত ও ক্ষতিগ্রস্ত জনতার পক্ষে এ মানববন্ধন করেন তারা। সংগঠনের পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

দুর্নীতি বিরোধী অভিযান পরিচালনার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আন্তরিক অভিনন্দন জানিয়ে মানববন্ধনে বক্তারা বলেন, ‘আমরা অত্র এলাকার (৪৯নং ওয়ার্ড) নিরীহ শান্তি প্রিয় বাসিন্দা। বর্তমান সরকারের সকল উন্নয়নমূলক কর্মকাণ্ড ও আইনের শাসন বাস্তবায়নে প্রয়োজনে নিজ দলের মধ্যে চলমান শুদ্ধি অভিযানে আমরা সন্তুষ্ট।’

৪৯নং ওয়ার্ড কাউন্সিলরের কথা উল্লেখ করে তারা বলেন, ‘দলের মধ্যে এমন শুদ্ধি অভিযান চালানোর পরও ৪৯নং ওয়ার্ড কাউন্সিলর আনিসুর রহমান নাঈমকে আইনের আওতায় না এনে বরং তাকে ঢাকা মহানগর উত্তরের স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পদে সদ্য নির্বাচিত করায় আমরা ভীষণভাবে হতাশ। নাঈমের মতো একজন মাদক ব্যবসায়ী, ভূমি দখলবাজ, চাঁদাবাজ, অস্ত্রবাজ, সন্ত্রাসী, অর্থ পাচারকারী, নকল টাকা তৈরির মতো এমন অপরাধীকে এমন পদন্নোতি দেয়ায় প্রধানমন্ত্রীর ওই শুদ্ধি অভিযান প্রশ্নের মুখে পড়েছে।’

সংগঠনটির পক্ষ থেকে বলা হয়, ‘আনিসুর রহমান নাঈম ও তার পিতা মহানগর উত্তরের সহ-সভাপতি মফিজ উদ্দিন বেপারীর সন্ত্রাসবাহিনীর দখলের হাত থেকে রক্ষা পায়নি- বিমানবন্দর পাবলিক টয়লেট, ৪৯ নং ওয়ার্ড সিটি করপোরেশনের ময়লা আবর্জনা অপসারণের কাজ, এলাকার ফুটপাত, স্কুল-কলেজ, মসজিদ-মাদরাসা, রিয়েল এস্টেট, বিমান মাঠ, সিভিল এভিয়েশনের ভূমি/জলাশয়, রেলওয়ে সম্পত্তি/জমি, সরকারি খাস জমি, আশিয়ান সিটি ও নবরূপা আবাসিকের অসংখ্য জমি/প্লট, বিমানবন্দরের উভয় কার পার্কিং, এয়ার কার্গো, সিঅ্যান্ডএফ, সরকারি টেন্ডার (বিমান ও সিভিল এভিয়েশন), বাবুস সালাম ওয়াকফ এস্টেট মসজিদ-মাদরাসা (এতিমখানা) এবং মার্কেট কমপ্লেক্স।’

এমন একজন নেতা আওয়ামী লীগের মতো দলের জন্য আশীর্বাদ নয় বরং অভিশাপ উল্লেখ করে তার হাত থেকে ৪৯নং ওয়ার্ডের সাধারণ জনতাকে রক্ষার জন্য বঙ্গবন্ধু কন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরাসরি হস্তক্ষেপ কামনা করেন মানববন্ধনে অংশগ্রহণকারীরা।

 

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যানেল সাবস্ক্রাইব করুন

আজকের দিন-তারিখ
  • শুক্রবার (বিকাল ৩:০১)
  • ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ১৯শে রমজান, ১৪৪৫ হিজরি
  • ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ (বসন্তকাল)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com