গোপালগঞ্জে মুজিব বর্ষ উপলক্ষে পাঁচ উপজেলার পাঁচ হাজার প্রবীণ নাগরিককে বিনামূল্যে চিকিৎসা দেয়া হয়েছে।
মঙ্গলবার দিনব্যাপী পাঁচ উপজেলায় পাঁচটি স্থানে স্বাস্থ্য বিভাগের সহযোগিতায় এ কর্মসূচির আয়োজন করে জেলা প্রশাসন।
এ সময় গোপালগঞ্জের ডিসি শাহিদা সুলতানা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. ইলিয়াসুর রহমান, সিভিল সার্জন, ইউএনও, উপজেলা ও ইউপি চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন।
ডিসি বলেন, অনেক সময় আপনজনই প্রবীণদের খোঁজ নেয় না। তারা শারীরিক সমস্যাসহ বিভিন্ন সমস্যায় ভোগেন। এ কারণে জেলা প্রশাসন প্রবীণদের বিনামূল্যে স্বাস্থ্যসেবার ব্যবস্থা করেছে।
Please follow and like us: