অসহায় শীতার্তদের পাশে ওল্ড ঢাকা ইয়ুথ ফোরাম

অসহায় ও দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে পুরান ঢাকার স্বেচ্ছাসেবী সংগঠন ওল্ড ঢাকা ইয়ুথ ফোরাম।

প্রতি বছরের মতো এবারো নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার প্রায় এক হাজার দরিদ্র শীতার্ত মানুষের মাঝে বুধবার শীতবস্ত্র বিতরণ করে সংগঠনটি।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নীলফামারীর অতিরিক্ত এসপি আবুল বাশার মো. আতিকুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন, সংগঠনটির সিনিয়র সহ-সভাপতি মাহমুদুল করিম খান, সহ-সভাপতি আলী হাসমত, আব্দুল কাদের মজুমদার ও সাধারণ সম্পাদক মো. ইমাম হোসাইন।

অতিরিক্ত এসপি সংগঠনটির এমন উদ্যোগের প্রশংসা করে বলেন, দরিদ্র মানুষের শীত নিবারণে এগিয়ে আসায় অসহায় মানুষের কিছুটা হলেও কষ্ট লাঘব হবে। তাদের মুখে কিছুটা স্বস্তির হাসি ফুটবে। ভবিষ্যতে সংঠনটি দেশের যেকোনো দুর্যোগময় মুহূর্তে অসহায় মানুষের পাশে থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি।

আরো উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জ থানার ওসি হারুন অর রশিদ, সংগঠনটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. বিপ্লব হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদ হাসান বেনু, মো. মনির হোসেন, মো জাহিদ হাসান, সোহেল রানা, সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন, কোষাধ্যক্ষ আলী জাবেদ প্রমুখ।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published.

চ্যানেল সাবস্ক্রাইব করুন