ট্রলারে মিলল দেড় কোটি টাকার ভারতীয় কাপড়, আটক ৪

পিরোজপুরের কচা নদী থেকে দেড় কোটি টাকার ভারতীয় কাপড়সহ চারজনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। এর মধ্যে রয়েছে শাড়ি, শাল ও থ্রি-পিস।

বুধবার ভোরে জেলা সদরের হুলারহাট থেকে এসব কাপড় উদ্ধার করা হয়। আটকরা হলেন- বরগুনার পাথরঘাটার নাজেম গোলদারের ছেলে জামাল গোলদার, বরিশালের চরমোনাইয়ের ইন্তেজ আলী হাওলদারের ছেলে সেলিম হাওলাদার, একই এলাকার কালাম খলিফার ছেলে সুরুজ খলিফা ও ভোলার লালমোহনের পরাজগঞ্জের খোকন মিস্ত্রীর ছেলে জুয়েল মিস্ত্রী।

পিরোজপুরের এসপি মো. হায়াতুল ইসলাম খান জানান, জেলা সদরের হুলারহাটের কচা নদী অংশে একটি ট্রলারকে থামার সংকেত দেয় গোয়েন্দা পুলিশ। এ সময় ট্রলারটি নদীর পাশের একটি খালে ঢুকে পড়ে কয়েকজন লোক পালানোর চেষ্টা করে। তাৎক্ষণিক পুলিশ তাদের ধাওয়া দিয়ে চারজনকে আটক করে। এ সময় ৭০ ফুট দৈর্ঘ্যের ট্রলারটি উদ্ধার করা হয়।

তিনি আরো জানান, এরপর ট্রলারে থাকা ৬০ বস্তা ভারতীয় উন্নতমানের শাড়ি, শাল ও থ্রি-পিস উদ্ধার করা হয়। যার বাজার মূল্য দেড় কোটি টাকা। তারপর এসব কাপড় এসপির কার্যালয়ে আনা হয়। এ ঘটনায় আটকদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে।

এসপি আরো জানান, ভারত থেকে চোরাইপথে এসব কাপড় আটকরা দেশে এনেছে বলে ধারণা করা হচ্ছে।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যানেল সাবস্ক্রাইব করুন

আজকের দিন-তারিখ
  • বৃহস্পতিবার (রাত ১১:১৮)
  • ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ১৮ই রমজান, ১৪৪৫ হিজরি
  • ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ (বসন্তকাল)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com