কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ২ হাজার ৯২০ পিস ইয়াবাসহ এক চালককে আটক করেছে র‌্যাব-১৫। রবিবার সন্ধ্যায় উপজেলার হোয়াইক্যং বাজার সংলগ্ন দক্ষিণে পাকা রাস্তা থেকে ইয়াবাসহ তাকে আটক করা হয়। আটক মো.ইউনুছ (৩৩) উপজেলার নয়া পাড়ার আব্দুস শুক্কুরের ছেলে।

কক্সবাজার ক্যাম্পের সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, হোয়াইক্যং বাজার সংলগ্ন দক্ষিণে পাকা রাস্তার উপরে চেকপোস্ট বসিয়ে বিভিন্ন যানবাহন তল্লাশিকালে টেকনাফ হতে কক্সবাজারগামী একটি অটোরিক্সা (সিএনজি) থামার সংকেত দিলে অটোরিক্সসার পিছনের সিটে বসা অজ্ঞাত এক যাত্রী নেমে পালিয়ে যায়। পরে অটোরিক্সা (সিএনজিট) চালককে জিজ্ঞেসাবাদ করলে তার আচরণ সন্দেহজনক হওয়ায় উপস্থিত স্বাক্ষীদের সামনে তার দেহ তল্লাশি করে ২ হাজার ৯২০ পিস ইয়াবা উদ্ধার করতে সক্ষম হয়। যার ইয়াবার আনুমানিক মূল্য ১৪ লাখ ৬০হাজার টাকা। উদ্ধারকৃত ইয়াবাসহ আটকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যানেল সাবস্ক্রাইব করুন

আজকের দিন-তারিখ
  • বৃহস্পতিবার (রাত ৮:১৮)
  • ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ১৬ই শাওয়াল, ১৪৪৫ হিজরি
  • ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com