করোনায় মৃত্যু ১১ হাজার ৪০১

চীনের উহান থেকে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া মহামারি করোনাভাইরাসে মৃতের সংখ্যা আরও বেড়েছে। এ পর্যন্ত মৃত্যু হয়েছে ১১ হাজার ৪০১ জনের। এই ভাইরাস বিশ্বের ১৮৫টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। আক্রান্ত হয়েছে দুই লাখ ৭৬ হাজার ৭ জন। তবে এখন পর্যন্ত ৯১ হাজার ৯৫২ জন চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

চীনের জাতীয় স্বাস্থ্য কমিশনের (এনএইচসি) তথ্য অনুযায়ী, শুক্রবার (২০ মার্চ) চীনে আরও ৭ জন মারা গেছে। চীনে এ পর্যন্ত মৃতের সংখ্যা তিন হাজার ২৫৫ জন। করোনায় আক্রান্তের সংখ্যা ৮১ হাজার ৮ জন। এর মধ্যে মোট ৭১ হাজার ৭৪০ জন রোগী সুস্থ হয়েছেন।

চীনের বাইরে সবচেয়ে বেশি আক্রান্তের সংখ্যা ইতালি। দেশটিতে এখন পর্যন্ত ৪৭ হাজার ২১ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। শুক্রবার একদিনই রেকর্ড ৬২৭ জন মারা গেছেন। এ নিয়ে দেশটিতে মোট মৃতের সংখ্যা চার হাজার ৩২ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে মোট পাঁচ হাজার ১২৯ জন রোগী সুস্থ হয়েছেন।

স্পেনে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৯৩ জনে। দেশটিতে ইতোমধ্যে ২১ হাজার ৫৭১ জন আক্রান্ত হয়েছেন। সুস্থ হয়েছেন এক হাজার ৫৮৮ জন।

জার্মানিতে মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৮ জনে। দেশটিতে ইতোমধ্যে ১৯ হাজার ৮৪৮ জন আক্রান্ত হয়েছেন। সুস্থ হয়েছেন ১৮০ জন।

যুক্তরাষ্ট্রে মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৬৩ জনে। দেশটিতে ইতোমধ্যে ১৯ হাজার ৬৫০ জন আক্রান্ত হয়েছেন। সুস্থ হয়েছেন এক হাজার ১৪৭ জন।

ইরানে মোট ১৯ হাজার ৬৪৪ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এখন পর্যন্ত এক হাজার ৪৩৩ জন মারা গেছেন। সুস্থ হয়েছেন ছয় হাজার ৭৪৫ জন সুস্থ হয়েছেন।

ফ্রান্সে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৫০ জনে। দেশটিতে ইতোমধ্যে ১২ হাজার ৬১২ জন আক্রান্ত হয়েছেন। সুস্থ হয়েছেন ৪৫০ জন।

অন্য দেশগুলোর মধ্যে দক্ষিণ কোরিয়া ১০২, সুইজারল্যান্ড ৫৬, যুক্তরাজ্য ১৭৭, নেদারল্যান্ড ১০৬, অস্ট্রিয়া ৬, নরওয়ে ৭, সুইডেন ১৬, বেলজিয়াম ৩৭, ডেনমার্ক ৭, কানাডা ১২, মালয়েশিয়া ৩, পর্তুগাল ৬, জাপান ৩৫, ব্রাজিল ১১, ইরাক ১৭, পাকিস্তান ৩, ভারত ৫ ও বাংলাদেশে ১ জন মারা গেছেন।

গত ডিসেম্বরে চীনের উহান শহরে করোনাভাইরাসের আবির্ভাব ঘটে। প্রতিনিয়ত এই ভাইরাসে বাড়ছে আক্রান্তের সংখ্যা। এখনো কোনো টিকা বা প্রতিষেধক আবিষ্কার করতে পারেনি বিশ্ব স্বাস্থ্যসংস্থা (ডব্লিউএইচও)।

এ রোগের কোনো উপসর্গ যেমন জ্বর, গলা ব্যথা, শুকনো কাশি, শ্বাসকষ্ট, শ্বাসকষ্টের সঙ্গে কাশি দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। জনবহুল স্থানে চলাফেরার সময় মাস্ক ব্যবহার করতে হবে এবং পোষা প্রাণির সংস্পর্শ এড়িয়ে যেতে হবে। বাড়িঘর পরিষ্কার রাখতে হবে। বাইরে থেকে ঘরে ফিরে এবং খাবার আগে সাবান দিয়ে হাত পরিষ্কার করতে হবে। খাবার ভালোভাবে সিদ্ধ করে খেতে হবে।

বাংলাদেশের কেউ করোনাভাইরাসে আক্রান্ত বলে সন্দেহ হলে স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুমের হট লাইন ০১৯৪৪৩৩৩২২২ নম্বরে যোগাযোগের জন্য পরামর্শ দেয়া হয়েছে।

করোনাভাইরাস সম্পর্কে সামাজিক যোগাযোগ মাধ্যমে বা অন্য কোনোভাবে মিথ্যা বা ভুল তথ্য প্রচার নজরে আসলে তথ্য অধিদপ্তরের সংবাদকক্ষের ফোন নম্বর ৯৫১২২৪৬, ৯৫১৪৯৮৮, ০১৭১৫২৫৫৭৬৫, ০১৭১৬৮০০০০৮ এবং ইমেইল: piddhaka@gmail.com/piddhaka@yahoo.com অথবা ৯৯৯-এ যোগাযোগ করার জন্য সর্বসাধারণের প্রতি অনুরোধ জানানো হয়েছে।

 

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যানেল সাবস্ক্রাইব করুন

আজকের দিন-তারিখ
  • শুক্রবার (সকাল ১০:৫৩)
  • ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ১৯শে রমজান, ১৪৪৫ হিজরি
  • ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ (বসন্তকাল)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com