জার্মানিতে একদিনে করোনায় আক্রান্ত ৭৬৫ জন

জার্মানিতে করোনাভাইরাসে একদিনে ৭৬৫ জন আক্রান্ত হয়েছেন।ফলে সেখানে এখন করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ২৩ হাজার ১২৯ জনে দাঁড়িয়েছে। আর মৃতের সংখ্যা ৯৩ জনে দাঁড়িয়েছে। সুস্থ হয়েছে মাত্র ২০৯।

করোনা ভাইরাস ঠেকাতে এমন সব পদক্ষেপ নিচ্ছে জার্মানি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরও দেশটির জনগণ যেগুলোর মুখোমুখি হয়নি। আর এতে মানুষের জীবনযাত্রাও বদলে গেছে রাতারাতি।

গত বৃহস্পতিবার রাতেও করোনা আক্রান্তের সংখ্যায় ইরানের পেছনে ছিল স্পেন ও জার্মানি। কিন্তু এরপর ২৪ ঘণ্টার ব্যবধানে দেশ দু’টিতে কয়েক হাজার নতুন রোগী শনাক্ত হওয়ায় সর্বোচ্চ আক্রান্তের তালিকায় তিন ও চার নম্বরে উঠে এসেছে তারা।

আক্রান্তের সংখ্যা কম হলেও স্পেন-জার্মানির চেয়ে ইরানে সুস্থ হয়ে ওঠার সংখ্যা অনেক বেশি।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published.

চ্যানেল সাবস্ক্রাইব করুন