লেবাননের সেনাবাহিনী বলেছে, বৈরুতের দক্ষিণাঞ্চলে রোববার হিজবুল্লাহর শক্ত ঘাঁটিতে হামলা চালানো ড্রোন দু’টি ইসরাইলের। হিজবুল্লাহ বলছে, একটি ড্রোনের হামলায় তাদের মিডিয়া সেন্টার ক্ষতিগ্রস্ত হয়েছে।
সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, ইসরাইলের দুটি ড্রোন লেবাননের আকাশসীমা লংঘন করে এবং বৈরুতের দক্ষিণাঞ্চলে হামলা চালায়।
প্রতিবেশী সিরিয়ায় বিমান হামলা চালানোর কয়েকঘন্টার মধ্যে ইসলাইল লেবাননে এ হামলা চালায়।
লেবাননের সামরিক পুলিশ এ হামলার বিষয়ে তদন্ত শুরু করেছে।
এর আগে হিজবুল্লাহর মুখপাত্র মোহাম্মদ আফিফ বলেন, দুটি ড্রোনের একটি বিস্ফোরক ভর্তি ছিল। এর ফলে এ বিস্ফোরণে মিডিয়া সেন্টারের ব্যাপক ক্ষতি হয়েছে।
লেবাননের প্রধানমন্ত্রী সাদ হারিরি এই ঘটনাকে লেবাননের স্বার্বভৌমত্বের ওপর সরাসরি আঘাত হিসেবে আখ্যায়িত করেছেন। এই আক্রমণকে আগ্রাসন হিসেবে উল্লেখে করে, এর ফলে আঞ্চলিক শান্তি বিনষ্ট হবে বলেও তিনি বলেন।