জোতার হ্যাটট্রিক, পাঁচ গোলের জয়ে উড়ছে লিভারপুল

লিভারপুলের কাছে ৫-০ গোলে বিধ্বস্ত আটলান্টা। ম্যাচের ফল বলছে না, ঘরের মাঠে কতটা লড়েছে ইতালিয়ান ক্লাবটি। কিন্তু লিভারপুলের গতির সঙ্গে তারা পেরে উঠেনি।

টানা তৃতীয় ম্যাচে জয় তুলে নিয়েছে ইয়ুর্গান ক্লপের দল। তাতে চ্যাম্পিয়নস লিগে ‘ডি’ গ্রুপ থেকে পরের রাউন্ডে ওঠার পথে অনেকটাই এগিয়ে গেছে অলরেডরা।

ম্যাচে দুর্দান্ত এক হ্যাটট্রিক করেছেন পর্তুগিজ ফরোয়ার্ড ডিয়েগো জোতা। একটি করে গোল করেন মোহাম্মদ সালাহ আর সাদিও মানে।

শুরু থেকেই আক্রমণ-পাল্টা আক্রমণ চলেছে ম্যাচটিতে। তবে দারুণ লড়েও আটলান্টা সাফল্যের দেখা পায়নি। ১৬ মিনিটে লিভারপুলকে এগিয়ে নেন জোতা। ৩৩ মিনিটে তার আরও এক গোল।

দ্বিতীয়ার্ধে ৪৭ মিনিটে গোল করেন লিভারপুলের মিসরীয় তারকা সালাহ। এর দুই মিনিট পর সাদিও মানেও এই উৎসবে যোগ দেন। ৫৪ মিনিটে হ্যাটট্রিক পূরণ করেন জোতা।

ম্যাচের বাকি সময়েও আটলান্টা লড়াই করেছে, বেশ কয়েকটি সুযোগ তৈরি করেছে। তবে এক গোলও শোধ করতে পারেনি। শেষ পর্যন্ত ৫-০ ব্যবধানের জয় নিয়েই মাঠ ছেড়েছে লিভারপুল।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published.

চ্যানেল সাবস্ক্রাইব করুন