পোল্যান্ডকে হারিয়ে শীর্ষে ইতালি

নেশন্স লিগে পোল্যান্ডকে হারিয়েছে ইতালি। এর ফলে পয়েন্ট তালিকার শীর্ষে উঠল ইতালি। নিজেদের মাঠে রোববার ‘এ’ লিগের ১ নম্বর গ্রুপের ম্যাচে ২-০ গোলে জিতেছে দলটি।

পাঁচ ম্যাচে দুই জয় ও তিন ড্রয়ে ইতালির পয়েন্ট এখন ৯। গ্রুপের আরেক ম্যাচে বসনিয়া ও হার্জেগোভিনাকে ৩-১ গোলে হারানো নেদারল্যান্ডস ৮ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে।

১ পয়েন্ট কম নিয়ে তিনে পোল্যান্ড। বসনিয়ার ২ পয়েন্ট।
এদিন প্রথমার্ধে জর্জিনিয়ো দলকে এগিয়ে নেওয়ার পর শেষ দিকে ব্যবধান বাড়ান দোমেনিকো বেরার্দি।

২৬তম মিনিটে স্পটকিকে দলকে এগিয়ে দেন জর্জিনিয়ো। ডি-বক্সে আন্দ্রেয়া বেলোত্তি ফাউলের শিকার হলে পেনাল্টির বাঁশি বাজিয়েছিলেন রেফারি।

একের পর এক আক্রমণ করা ইতালি প্রথমার্ধে গোলের উদ্দেশে শট নেয় আটটি, যার দুটি ছিল লক্ষ্যে। বেশিরভাগ সময় নিজেদের ঘর সামলাতে ব্যস্ত থাকা পোল্যান্ড বিরতির আগে গোলের উদ্দেশে একটি শটও নিতে পারেনি।

দ্বিতীয়ার্ধের ৭৭তম মিনিটে গোরালস্কি দ্বিতীয় হলুদ কার্ড দেখলে ১০ জনের দলে পরিণত হয় সফরকারীরা।

নির্ধারিত সময়ের সাত মিনিট বাকি থাকতে ব্যবধান দ্বিগুণ করেন দ্বিতীয়ার্ধে বদলি নামা বেরার্দি।

ইনসিনিয়ের বাড়ানো বল ডি-বক্সে পেয়ে জোরালো শটে ঠিকানা খুঁজে নেন ২৬ বছর বয়সী এই ফরোয়ার্ড।
এই নিয়ে টানা ২১ ম্যাচে অপরাজিত রইলো ইতালি। সবশেষ হেরেছিল পর্তুগালের বিপক্ষে, ২০১৮ সালের ১০ সেপ্টেম্বর।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যানেল সাবস্ক্রাইব করুন

আজকের দিন-তারিখ
  • মঙ্গলবার (বিকাল ৩:০৫)
  • ২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ১৪ই শাওয়াল, ১৪৪৫ হিজরি
  • ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com