লিভ ইন রিলেশনের পর বিচ্ছেদ

বন্ধু ইবানের সঙ্গে বিচ্ছেদ হয়ে গেল জ্যাকি শ্রফের মেয়ে কৃষ্ণা শ্রফের। বেশ কয়েক বছর লিভ ইনের পর শেষ পর্যন্ত ইবানের সঙ্গে বিচ্ছেদ হয়ে যায় কৃষ্ণার। ইবানের সঙ্গে বিচ্ছেদের পরই নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে দুজনের ছবি মুছে ফেলেন জ্যাকি শ্রফের মেয়ে।

সম্প্রতি নিজেদের ফ্যানক্লাবগুলিকে কৃষ্ণা জানান, তার ছবি দিয়ে যেন ইবানকে ট্যাগ করা না হয়। তারা আর একসঙ্গে থাকছেন না। সেই কারণে যেন তাদের আর একসঙ্গে ট্যাগ না করা হয়। যদিও জ্যাকি শ্রফের পরিবারের পক্ষ থেকে এ বিষয়ে কোনো মন্তব্য করা হয়নি। বাস্কেটবল খেলোয়াড় ইবানের সঙ্গে কেন কৃষ্ণার বিচ্ছেদ হয়ে গেল, তা নিয়ে কিছু জানা যায়নি ।

ইবানের সঙ্গে কৃষ্ণা শিগগিরই গাঁটছড়া বাঁধবেন বলে জানা যায়। এমনকী, বাগদানের পর তারা লুকিয়ে বিয়ে করে ফেলেছেন বলেও জানা যায়। সেই অনুয়ায়ী, একসঙ্গে ঘুরতে যাওয়া থেকে শুরু করে, সমুদ্র সৈকতে উষ্ণতা ছড়ানো, দুজনকে প্রায়শই একসঙ্গে চোখে পড়ে। তা সত্ত্বেও শেষ পর্যন্ত বিচ্ছেদ হয়ে গেল জ্যাকি শ্রফের মেয়ের।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published.

চ্যানেল সাবস্ক্রাইব করুন