প্রথম অফিসিয়াল সফরে আফগানিস্তানকে আমন্ত্রণ পাকিস্তানের

পাকিস্তান সফরের সুযোগ আফগানিস্তানের সামনে। যুদ্ধ বিধ্বস্ত দেশটিকে প্রথমবারের মতো স্বীকৃত কোনো সফরের জন্য ডেকেছে পিসিবি। বোর্ডের প্রধান নির্বাহী জানিয়েছেন, আগামী বছর সিরিজটি আয়োজনের চেষ্টা থাকবে তাদের।

২০১১ সালের মে মাসে আফগান জাতীয় দল পাকিস্তান সফরে গিয়েছিল। কিন্তু সে সফরের কোনো ম্যাচ পায়নি প্রথম শ্রেণির মর্যাদা। সেবার দ্বিতীয় সারির দলের বিপক্ষে খেলেছিল তারা।

গত বৃহস্পতিবার আফগানিস্তানের কাবুলে গিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। এরপরই মঙ্গলবার ওয়াসিম জানালেন এই সংবাদ।

“আমরা এই সফরের সম্ভাব্য সময় বের করার চেষ্টা করব। ২০২১ সালে যদি নাও হয়, অবশ্যই পরিকল্পনা থাকবে ২০২২ সালে আয়োজন করার।”

আইসিসির ভবিষ্যৎ সূচিতে ২০২১ সালের সেপ্টেম্বরে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ আয়োজনের কথা আফগানিস্তানের। ২০২৩ বিশ্বকাপের সুপার লিগের অংশ, এই সিরিজ হওয়ার কথা সংযুক্ত আরব আমিরাতে।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যানেল সাবস্ক্রাইব করুন

আজকের দিন-তারিখ
  • বুধবার (রাত ১১:৪৮)
  • ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ১৫ই শাওয়াল, ১৪৪৫ হিজরি
  • ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com