দশ জনের দল নিয়ে একটুও দমে যায়নি বায়ার্ন মিউনিখ। বরং স্বাগতিকরা উজ্জীবিত ছিল পুরো ম্যাচে। রবার্ট লেওয়ানডোস্কির প্রথমার্ধের দুরন্ত হ্যাটট্রিকে বলতে গেলে গোল উৎসবই করেছে বাভারিয়ানরা।
নিজেদের মাঠ অ্যালিয়াঞ্জ এরিনায় স্টুটগার্টকে উড়িয়ে দিয়েছে ৪-০ গোলে। দুর্দান্ত এ জয় দিয়ে পরিষ্কার চার পয়েন্টের লিড নিয়ে বুন্দেসলিগার শীর্ষে রয়ে গেল জার্মান চ্যাম্পিয়নরা।
আলফোনসো ড্যাভিয়েস লালকার্ড দেখে মাঠ ছাড়ে ম্যাচের ১২ মিনিট যেতে না যেতেই। পাঁচ মিনিট বাদে বায়ার্নকে এগিয়ে দেন লেওয়ানডোস্কি। ৪০ মিনিট শেষ হওয়ার আগেই হ্যাটট্রিক পূর্ণ করে ফেলেন পোলিশ এ সুপারস্টার। দলের হয়ে বাকি গোলটি করেন সার্জ গনাব্রি।
অন্যদিকে করিম বেনজেমার জোড়া গোলে লা লিগায় রিয়াল মাদ্রিদ ৩-১ গোলে হারিয়েছে সেল্টা ভিগোকে। এনিয়ে টানা ছয় ম্যাচে গোলের দেখা পেলেন ফরাসি এ স্ট্রাইকার।