নোয়াখালীর কোম্পানীগঞ্জে ট্রাকচাপায় মোটরসাইকেলের দুই মাদ্রাসাছাত্র নিহত হয়েছে। বৃহস্পতিবার (৩ জুন) সকাল ৭টায় বসুরহাট পৌরসভার ৮ নং ওয়ার্ডের বসুরহাট-পেশকারহাট সড়কের জামাইয়ের টেক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা চরকাঁকরা ৬ নং ওয়ার্ডের কামরুজ্জামান শাহানুরের ছেলে গাজী মো. আশকার (১০) এবং একই ওয়ার্ডের শহীদুল ইসলামের ছেলে মিনহাজুল ইসলাম (৮)। তারা স্থানীয় দারুল আকরাম মাদরাসার ছাত্র।
কোম্পানীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. নিজাম উদ্দিন বলেন, সকাল ৭টায় ট্রাকের চাপায় মোটরসাইকেলের দুই আরোহী মাদরাসাছাত্র ঘটনাস্থলেই নিহত হয়। এ সময় মোটরসাইকেলের চালক মো. মনিরুজ্জামান আহত হন। তিনি কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।
এ ব্যাপারে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি বলেন, ঘাতক ট্রাককে আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে, তাকে ধরা সম্ভব হয়নি।