পবিত্র হজ করতে ২৪ ঘণ্টায় সউদী আরবে বসবাসকারী সাড়ে চার লাখের বেশি মানুষ আবেদন করেছেন। রেজিস্ট্রেশন শুরুর প্রথমদিনই এতো সংখ্যক মানুষ আবেদন করে বলে মঙ্গলবার সউদী আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে।
প্রথমদিন যারা আবেদন করেছেন, তাদের মধ্যে ৬০ ভাগ পুরুষ এবং ৪০ ভাগ নারী।
সউদী মন্ত্রণালয় জানায়, হজ করার ক্ষেত্রে যারা আগে আবেদন করবেন তাদের ক্ষেত্রে কোনো অগ্রাধিকার সুবিধা দেওয়া হবে না। আগামী ২৩ জুন পর্যন্ত নিবন্ধন প্রক্রিয়া চলবে।
সউদী নাগরিক এবং সেখানে বসবাসকারী ১৮ থেকে ৬৫ বয়সীদের মধ্যে যারা করোনার টিকা নিয়েছেন, যারা দীর্ঘস্থায়ী রোগে আক্রান্ত নন এবং গত পাঁচ বছর হজ করেননি কেবল তারাই এ বছর হজের জন্য আবেদন করতে পারবেন।
এর আগে গত শনিবার সউদী সরকার জানায়, এ বছর করোনা মহামারীর কারণে অন্য দেশ থেকে কেউ হজে যেতে পারবেন না। সউদী আরবের নাগরিক এবং সেখানে বসবাসকারীদের মধ্যেও মাত্র ৬০ হাজার মানুষ এবার হজের সুযোগ পাবেন।
আপডেট টাইম : বৃহস্পতিবার, জুন ১৭, ২০২১, ২২৮ বার পঠিত
Please follow and like us: