রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা চলাকালে প্রক্সি দেওয়ার অভিযোগে ঢাবির ছাত্রসহ তিনজনকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২৬ জুলাই) অন্যের হয়ে পরীক্ষা দেওয়ার অপরাধে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার কৌশিক আহমেদ এ কারাদণ্ড দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী এখলেসুর রহমান। তার বাসা জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার কুয়াতপুর গ্রামে। তার বাবার নাম আবুল কাশেম। সে গ্রুপ ১-এর পরীক্ষায় সে ১৭২২৮ রোলে হয়ে পরীক্ষা দিচ্ছিল।
দ্বিতীয়জন নারায়ণগঞ্জ সদরের মূলবাড়ির মো. আব্দুস সালামের পুত্র সজীব। সে গ্রুপ ২-এর ৩৯৫৩৪ রোলের হয়ে ভর্তি পরীক্ষা দিচ্ছিল। তৃতীয়জন হলেন পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলা লোহাগড়া কালীগঞ্জের জয়নাল আবেদীনের কন্যা জান্নাতুল মেহজাবীন। সে গ্রুপ-৩ হয়ে ৬২৮২৮ রোলে মোসা. ইশরাত জাহানের পরীক্ষা দিচ্ছিলো।
কেন্দ্র সূত্রে জানা যায়, এ-ইউনিট প্রথম শিফট ভর্তি পরীক্ষায় ৫০ হাজার টাকার চুক্তিতে তামিম হাসান লিমন নামের জনৈক প্রার্থীর হয়ে প্রক্সি দিতে এসে ড. এম ওয়াজেদ মিঞা একাডেমিক ভবনের ২২২নং কক্ষ থেকে এখলাসুর রহমানকে আটক করা হয়। দ্বিতীয় শিফটের সত্যন্দ্রনাথ বসু একাডেমিক ভবনে মূল পরীক্ষার্থী তানভীর আহমেদের পরিবর্তে সজীব আহমে প্রক্সি পরীক্ষা দিচ্ছিলো। পরে সহকারী প্রক্টরদের তত্ত্বাবধানে পুলিশের হাতে তুলে দেয়া হয়।
কারাদণ্ডের বিষয়ে জানতে চাইলে প্রক্টর অধ্যাপক আসাবুল হক বলেন, ভর্তি পরীক্ষা চলাকালে নিয়ম বহির্ভূতভাবে অন্যের পরীক্ষা দেওয়ার সময় তিন জনকে আটক করে হয়। প্রক্টর অফিসে তাদের জিজ্ঞেসাবাদের পর ভ্রাম্যমাণ আদালতের কাছে সোপর্দ করে। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাদেরকে এক বছরের কারাদণ্ড দিয়েছেন।