হারারে স্পোর্টস ক্লাব মাঠে আবারও টস হারলো বাংলাদেশ দল। টানা দ্বিতীয় ম্যাচে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে স্বাগতিক জিম্বাবুয়ে দল। আবার আগে ফিল্ডিং করতে নামবে টাইগাররা।
শনিবার সিরিজের প্রথম ম্যাচ হেরে এরই মধ্যে পিছিয়ে গেছে বাংলাদেশ। সিরিজ জয়ের আশা বাঁচিয়ে রাখতে আজকের ম্যাচ জেতার বিকল্প নেই সোহান বাহিনীর সামনে।
প্রথম ম্যাচে ২০৫ রানের বিশাল সংগ্রহ দাঁড় করিয়ে ১৭ রানের ব্যবধানে জিতেছিল জিম্বাবুয়ে। আজকের ম্যাচেও বড় সংগ্রহ দাঁড় করানোর লক্ষ্যের কথা জানিয়েছেন জিম্বাবুয়ের অধিনায়ক ক্রেইগ আরভিন।
Please follow and like us: