পাবনা ক্যাডেট কলেজ থেকে ৫৪ জন পরীক্ষায় অংশ নিয়ে সবাই জিপিএ-৫ পেয়েছেন। এছাড়া শতভাগ পাস করেছে পাবনা সরকারি এডওয়ার্ড কলেজ ও স্কয়ার হাইস্কুল শিক্ষার্থীরা।
সংশ্লিষ্ট সূত্র জানায়, সরকারি এডওয়ার্ড কলেজ থেকে এবার জিপিএ-৫ পেয়েছেন ৪৪৪ জন। এর মধ্যে বিজ্ঞান বিভাগের সব শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন। পাবনা ক্যাডেট কলেজ থেকে ৫৪ জন পরীক্ষায় অংশ নিয়ে সবাই জিপিএ-৫ অর্জন করেছেন। পাবনা স্কয়ার হাইস্কুল থেকে ২২ জন পরীক্ষায় অংশ নিয়ে সবাই পেয়েছেন জিপিএ-৫। এছাড়া সরকারি শহিদ বুলবুল কলেজ থেকে জিপিএ-৫ পেয়েছেন ৩৪৪ জন, সরকারি মহিলা কলেজ থেকে ২২০ জন জিপিএ-৫ পেয়েছেন।
পাবনা সরকারি এডওয়ার্ড কলেজ এর অধ্যক্ষ প্রফেসর ড. হুমায়ন কবির মজুমদার বলেন, শিক্ষার মানোন্নয়ন, পরিবেশ এবং শৃঙ্খলাসহ নানাভাবে সরকারি এডওয়ার্ড কলেজ অনন্য। এ সাফল্যের ধারা অক্ষুণ্ণ রাখতে আমরা কোনো আপোষ করি না।