‘জয়সওয়াল লম্বা রেসের ঘোড়া’

আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ার শুরু করতেই ক্রিকেট মহলে বেশ প্রশংসা কুড়োচ্ছেন ভারতীয় তরুণ যশস্বী জয়সওয়াল। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নিজের প্রথম টেস্টেই তিনি ১৭১ রানের এক অনবদ্য ইনিংস খেলেছেন। এর আগে অবশ্য আইপিএলেও নিজের দারুণ প্রতিভার প্রমাণ দিয়েছিলেন জয়সওয়াল। ফলে বাঁ-হাতি এই ব্যাটারকে ভারতের বিশ্বকাপ দেখার কথা জানিয়েছিলেন সৌরভ গাঙ্গুলি। এবার জয়সওয়ালকে লম্বা রেসের ঘোড়া বলে আখ্যায়িত করেছেন সাবেক প্রোটিয়া কিংবদন্তি এবি ডি ভিলিয়ার্স।

ভারতের তৃতীয় ক্রিকেটার হিসেবে অভিষেক টেস্টে ১৫০-এরও অধিক রান করেছেন তরুণ এই ওপেনার। এর আগে শেখর ধাওয়ান ২০১৩ সালে মোহালিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৮৭ রান করে তালিকার প্রথম স্থানে রয়েছেন। দ্বিতীয় স্থানে আছেন ভারতের বর্তমান অধিনায়ক রোহিত শর্মা। ২০১৩ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টে অভিষেকে তিনি ১৭৭ রান করেছিলেন।

আরও পড়ুন >> জয়সওয়ালকে বিশ্বকাপ দলে চান গাঙ্গুলি

নিজের ইউটিউব চ্যানেলে জয়সওয়ালের প্রতিভা প্রসঙ্গে ডি ভিলিয়ার্স বলেন, ‌‘একজন তরুণ ওপেনার অভিষেক ম্যাচে খেলতে নেমে সেঞ্চুরি করেছে, এমনটা বারবার হয় না। আমি ওকে প্রথমবার খেলতে দেখি আইপিএলে। তখনই ওর মধ্যে থাকা প্রতিভার আভাস পেয়েছিলাম। ওকে দেখে অনুভব করা যায় কতগুলো বল সে প্রতিদিন ফেইস করে। ওর কাছে অনেক সময় আছে। গতি ওকে বিভ্রান্ত করতে পারবে না। জসওয়াল লম্বা রেসের বাঁ-হাতি ব্যাটার, যা ওকে অনেকটাই সাহায্য করবে।

’তিনি আরও বলেন, ‘পেস ও স্পিন দুই বোলারদের বিপরীতেও অনেকটা সময় খেলেছে। ও একজন অসাধারণ প্রতিভাসম্পন্ন ক্রিকেটার। আগামীতে সে ভারতীয় দলের জন্য অমূল্য সম্পদ হতে চলেছে। জয়সওয়াল প্রথম ম্যাচে সেঞ্চুরি পাওয়ায় আমি খুব খুশি।’

ক্যারিবিয়ানদের বিপক্ষে প্রথম ম্যাচে ভারতীয় তারকা স্পিনার রবিচন্দ্রন অশ্বিনের পারফর‌ম্যান্সেরও প্রশংসা করেন সাবেক প্রোটিয়া অধিনায়ক। অশ্বিন দুই ইনিংস মিলিয়ে মোট ১২টি উইকেট নেন। প্রথম ইনিংসে পাঁচ উইকেট এবং দ্বিতীয় ইনিংসে তুলে নেন ৭টি উইকেট। এ নিয়ে ডি ভিলিয়ার্স বলেন, ‘এই ম্যাচে অশ্বিন অসাধারণ করেছে। আমি অনেকবার ওর মুখোমুখি হয়েছি। ও প্রতিবারই আমাকে অবাক করেছে। আবার আমাকে মুগ্ধও করেছে।’

ম্যাচটিতে বড় রান এবং ইনিংস ব্যবধানে হেরেছিল ক্যারিবীয়রা। ফলে দুই ম্যাচের টেস্ট সিরিজে ভারত ১-০ ব্যবধানে এগিয়ে আছে। আজ (বৃহস্পতিবার) পোর্ট অফ স্পেনে দ্বিতীয় টেস্ট খেলতে নেমেছে দুই দল।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যানেল সাবস্ক্রাইব করুন

পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com