এক বছরের সাজা এড়াতে দুই বছর পালিয়ে থাকার পর দিদারুল বেপারী নামের সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২২ জুলাই) রাত আড়াইটার দিকে মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার নশংঙ্কর গ্রামের দিদারুলের শ্বশুরবাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
তিনি একই উপজেলার কামারখাড়া গ্রামের কাদের বেপারীরর ছেলে।
টঙ্গিবাড়ী থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আল মামুন ঢাকা পোস্টকে বলেন, ২০২১ সালে এনআইএ্যাক্টের (চেক প্রত্যাখান) একটি মামলায় মুন্সীগঞ্জ আদালত হতে এক বছরের সাজা দেয় দিদারুল বেপারীকে। এক বছরের সাজা এড়াতে দুই বছর পালিয়ে ছিল সে। পরে তাকে তার শ্বশুরবাড়ি হতে গ্রেপ্তার করা হয়েছে।
এ ব্যাপারে টঙ্গিবাড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজিব খান বলেন, এক বছরের সাজাপ্রাপ্ত আসামি দিদারুলকে গ্রেপ্তার করা হয়েছে। সে সাজা এড়াতে দির্ঘদিন পালিয়ে ছিল। তাকে মুন্সীগঞ্জ আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।