এএফসি কাপে ঢাকা আবাহনীর প্লে-অফ ম্যাচ নির্ধারিত ছিল আগামী ১৫ আগস্ট। বাংলাদেশ প্রিমিয়ার লিগের সর্বাধিক সংখ্যক চ্যাম্পিয়নদের সেই ম্যাচটি একদিন পিছিয়ে ১৬ আগস্ট পুনঃনির্ধারিত হয়েছে।
ম্যাচের দিন বদল হলেও সময় ও ভেন্যু অবশ্য অপরিবর্তিত রয়েছে। সিলেট জেলা স্টেডিয়ামে আবাহনী মালদ্বীপের ক্লাব ঈগলসের বিপক্ষে লড়বে। ফ্লাডলাইট না থাকায় এবং নক আউট ম্যাচ হওয়ার কারণে অতিরিক্ত সময় ও টাইব্রেকারের কথা বিবেচনায় নিয়ে ম্যাচটি দুপুর ৩টায় রেখেছে আবাহনী।
ম্যাচটি একদিন পেছানোতে সায় দিয়েছে আবাহনীর প্রতিপক্ষ ক্লাবটি। ঈগলসের সম্মতিতে এশিয়ান ফুটবল কনফেডারেশনও (এএফসি) ম্যাচটি একদিন পিছিয়ে আয়োজন করছে। বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে পুনঃনির্ধারিত সময়সূচি আনুষ্ঠানিকভাবে নিশ্চিতও করেছে এএফসি। বাংলাদেশের মতো একদিন পিছিয়ে ভারতেও এএফসি কাপের ম্যাচ অনুষ্ঠিত হবে।
আবাহনী ক্লাবের প্রতিষ্ঠাতা বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ পুত্র শহীদ শেখ কামাল। ১৫ আগস্ট শেখ কামালের প্রয়াণ দিবসে আবাহনী ঘরোয়া পর্যায়ের কোনো খেলায় সেদিন অংশগ্রহণ করে না। এবার আন্তর্জাতিক ম্যাচ পড়ে যায় ক্লাবের শোকের দিন। অন্যদিকে এএফসি কাপে ১৫ আগস্ট খেলা ছিল ভারতের ক্লাবেরও। সেদিন আবার ভারতের স্বাধীনতা দিবস। ভারত এবং বাংলাদেশ উভয় দেশের ক্লাবের আবেদনের পরিপ্রেক্ষিতে ম্যাচটি একদিন পিছিয়েছে।
একইদিন বাংলাদেশ প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস সংযুক্ত আরব আমিরাতের দল শারজাহ এফসি’র বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের প্লে-অফ খেলবে। ওই ম্যাচে জিতলে ২২ আগস্ট ইরান গিয়ে আরেকটি প্লে-অফ ম্যাচ খেলতে হবে তাদের।