রোহিঙ্গা ইস্যুতে অবস্থান পরিবর্তন করেছে ভারত। প্রতিবেশী এ দেশটি এখন রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠানোর ক্ষেত্রে ভারত সবসময় বাংলাদেশের পাশে থাকবে।
রোববার (৩ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। এর আগে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এক চিঠিতে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনকে বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ভারতের পররাষ্ট্রমন্ত্রী চিঠিতে জানান, রোহিঙ্গাদের নিরাপদ, দ্রুত ও টেকসই প্রত্যাবাসনের বিষয়টি এর সঙ্গে জড়িত সবার জন্য ভালো হবে। রোহিঙ্গা সমস্যা সমাধানে বাংলাদেশের উদ্যোগে সহায়তা করবে ভারত।
রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ায় বাংলাদেশকে ধন্যবাদও জানিয়েছে ভারতের পররাষ্ট্রমন্ত্রী।
Please follow and like us: