জঙ্গীগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) তাজিকিস্তানে হামলা চালিয়েছে। উজবেকিস্তান সীমান্তের কাছে এই হামলায় অন্তত ১৭ জন নিহত হয়েছেন। তাজিক কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে।
তবে এই হামলার দায় স্বীকার করে কোনো বিবৃতি দেয়নি আইএস।
কর্তৃপক্ষ জানিয়েছে, ২০ জন আইএস জঙ্গীর একটি দল স্থানীয় সময় বেলা ৩টায় হামলা চালিয়েছে। নিহতদের মধ্যে রয়েছেন সীমান্তরক্ষী, পুলিশ সদস্য ও আইএস জঙ্গী।
তারা জানায়, সীমান্তবর্তী একটি ফাঁড়িতে হামলা চালিয়েছে আইএস জঙ্গীরা। ফাঁড়িটি রাজধানী থেকে ৬০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত।
কর্তৃপক্ষ বলছে, উভয়পক্ষের গোলাগুলিতে একজন করে সীমান্তরক্ষী ও পুলিশ সদস্য এবং ১৫ জন আইএস জঙ্গী নিহত হন। ৫ জঙ্গীকে আটক করেছে পুলিশ।
Please follow and like us: