কক্সবাজারের টেকনাফে ২০ হাজার ইয়াবাসহ এক যুবককে আটক করেছে র্যাব। তার নাম মো. মিজানুর রহমান।
বুধবার বিকেলে উপজেলার হ্নীলা ইউপির উলুচামরী গ্রামের কুরবান আলীর বাড়ি থেকে তাকে আটক করা হয়। মিজান ওই গ্রামের জাহেদ হোসেনের ছেলে।
র্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী বলেন, কুরবান আলীর বাড়িতে মাদক কেনাবেচা হচ্ছে। এমন সংবাদে সেখানে অভিযান চালিয়ে মিজানুরকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ২০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য এক কোটি টাকা। ইয়াবাসহ তাকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
Please follow and like us: