সীতাকুণ্ডের শীতলপুর গামারীতলা এলাকায় কাভার্ড ভ্যানের চাপায় একজন নিহত ও ৫ জন আহত হয়েছে।
নিহত মোহাম্মদ সুমন (৩৮) ব্রাহ্মণবাড়িয়া জেলার মোখলেস মিয়ার পুত্র। তিনি পেশায় ট্রাকচালক বলে জানা গেছে।
বৃহস্পতিবার (৭ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কবির স্টিল মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা পিকআপকে ধাক্কা দিয়ে একটি কাভার্ড ভ্যান দোকানে ঢুকে গেলে এ হতাহতের ঘটনা ঘটে।
আহতদের মধ্যে হারুন ও আজিজের পরিচয় জানা গেছে। তাদেরকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দীন তালুকদার। তিনি বলেন, দুর্ঘটনায় আহত ৬ জনকে হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক ট্রাক চালক সুমনকে মৃত ঘোষণা করেন।
কুমিরা ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা মো. ছাদেক বলেন, সকালে মহাসড়কের পাশে দাঁড়ানো পিকআপকে (ভোলা ঢ ১১-০০৯১) চট্টগ্রামমুখী কাভার্ড ভ্যান ধাক্কা দিলে গাড়ি দুটি একটি কুলিং কর্ণারে ঢুকে পড়ে। এতে ঘটনাস্থলে একজন নিহত এবং ৫জন আহত হয়। পুলিশ ও কুমিরা ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের উদ্ধার করে চমেক হাসপাতালে পাঠায়। বার আউলিয়া হাইওয়ে থানা পুলিশ গাড়ি দুটি জব্দ করেছে।