মুশফিকুর রহিমের ব্যাটিং নৈপুণ্যে দিল্লিতে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিক ভারতকে ৭ উইকেটে হারায় বাংলাদেশ। ফলে তিন ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে টাইগাররা। আজ রাজকোটের দ্বিতীয় ম্যাচটি জিততে পারলেই সিরিজ জয় নিশ্চিত করতে পারবে মুশফিকরা। তাই সিরিজ জয়ের ভালো সুযোগ দেখছেন টাইগারদের ভারপ্রাপ্ত অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ।
দ্বিতীয় ম্যাচে জয় পেলে রেকর্ডের পাতায় নাম উঠবে বাংলাদেশের। ভারতের মাটিতে টি-টোয়েন্টি ফরম্যাটে সিরিজ জয়ী প্রথম দল হবে বাংলাদেশ।
নিয়মিত অধিনায়ক সাকিব আইসিসি কর্তৃক এক বছরের নিষেধাজ্ঞা পাওয়ায় ভারত সফরে নেতৃত্ব দিচ্ছেন মাহমুদুল্লাহ। প্রথম ম্যাচে ভালো নেতৃত্বের মাধ্যমে দলকে এনে দিয়েছেন প্রথম বিজয়। তাই দ্বিতীয় ম্যাচে সিরিজ জেতার স্বপ্ন তিনি দেখতেই পারেন।
সিরিজ জয়ে আশাবাদী টাইগার অধিনায়ক। সাংবাদিকদের দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘প্রথম ম্যাচে জয় পাওয়ায় সিরিজের ভালো অবস্থানেই আমরা রয়েছি। ছেলেরাও সম্পূর্ণ সুস্থ আছে। তারা আগামী ম্যাচেও ভাল করবে বলে আশা করছি।’
মাহমুদুল্লাহ আরো বলেন, ‘প্রথম ম্যাচে জয় পাওয়ায় আমরা তাদের (ভারত) থেকে বেশি আত্মবিশ্বাসী। দলের সব খেলোয়াড়রা পরিশ্রম করছে। আমরা প্রত্যেকে আমাদের সর্বোচ্চটা দিয়েই খেলব। কঠিন হলেও সিরিজ জয়ে আমরা আশাবাদী।’
দিল্লির অরুণ জেটলিতে ভারতের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি জয়ের স্বাদ নেয় টাইগাররা। এর আগে গত চার বছরে আটবার ভারতের মুখোমুখি হয়ে জয়ের দেখা পায়নি বাংলাদেশ। এরমধ্যে ২০১৬ সালের বিশ্বকাপে ব্যাঙ্গালুরুতে মাত্র ১ রানে হার ও নিদহাস ট্রফির ফাইনালে ৪ উইকেটে হার উল্লেখযোগ্য। অবশেষে মুশফিকের ৪৩ বলে অপরাজিত ৬০ রানে ভারতের বিপক্ষে প্রথম জয়ের মুখ দেখে বাংলাদেশ।
এই জয়ে ভারতের বিপক্ষে মানসিক বাঁধাটা কেটে গেছে বলে মনে করেন মাহমুদুল্লাহ। তিনি বলেন, ‘মানসিক যে বাঁধাটা ছিলো, সেখান থেকে বেরিয়ে আসতে পেরেছি। আমি মনে করি এটি টি-২০ ক্রিকেট, এমন সুযোগ প্রায়ই আসে এবং আমরা কিভাবে নিজেদের দক্ষতা দিয়ে ম্যাচটি জিততে পারি সে বিষয়ে সজাগ থাকতে হবে।’
উল্লেখ্য, বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায় সিরিজ জয়ের মিশনে ভারতকে মোকাবেলা করবে বাংলাদেশ।