রাজধানীর বাড্ডায় ডাকাতির প্রস্তুতিকালে গোয়েন্দা (ডিবি) পুলিশের সঙ্গে গুলি বিনিময়ের ঘটনায় আহত কামাল (৫০) নামে আরও এক ডাকাতের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১২ নভেম্বর) দুপুরে ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুক্তারুজামান এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, গত ৭ নভেম্বর দিনগত রাত ২টার দিকে বাড্ডা ও ভাটারা এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে গোয়েন্দা (ডিবি) পুলিশের সঙ্গে ডাকাত সদস্যদের গুলি বিনিময়ের ঘটনা ঘটে। এ ঘটনায় ওইদিন রাতেই ফরহাদ নামে গুলিবিদ্ধ এক ডাকাতের মৃত্যু হয়।
তিনি আরও বলেন, গুলিবিদ্ধ কালাম চিকিৎসাধীন অবস্থায় রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) মারা গেছেন। বিষয়টি ডিবি পুলিশ দেখছে।
Please follow and like us: