একদিনে প্রতি কেজি পেঁয়াজে দাম বেড়েছে ৫০ টাকা
যশোরে বিভিন্ন বাজারে একদিনের ব্যবধানে পাইকারিভাবে পেঁয়াজের কেজি প্রতি দাম বেড়েছে প্রায় ৫০ টাকা। বর্তমানে সেখানে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ১৫০ টাকা থেকে ১৬০ টাকা দরে। যা একদিন আগে বিক্রি হয়েছে ১০০ টাকা থেকে ১১০ টাকা কেজি দরে।
বুধবার (১৩ নভেম্বর) বিকেলে শহরের বিভিন্ন বাজার ঘুরে এ চিত্র দেখা গেছে। ফলে বিপাকে পড়েছে এ এলাকার নিম্ন আয়ের সাধারণ মানুষ।
যশোর শহরের বড় বাজারের জননী ভান্ডারের পাইকারি ব্যবসায়ী জীবন মিয়া বলেন, ‘একদিনের ব্যবধানে পেঁয়াজের দাম কেজি প্রতি প্রায় ৫০ টাকা বেড়েছে। আমরা বেশি দাম দিয়ে ক্রয় করি, তাই বেশি দামে বিক্রি করতে বাধ্য হই।’
আলম হোসেন নামে এক ক্রেতা বলেন, ‘বাজারে এসে জানতে পারি পেঁয়াজের দাম আরও বেড়েছে। তাই এক কেজি না কিনে এক পোয়া ক্রয় করেছি।’
যশোর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক ওয়ালিদ বিন হাবীব জানান, প্রায় প্রতিদিনই বাজার মনিটরিং করা হচ্ছে। মূলত কৃত্রিম সংকটের কারণে যশোরে পেঁয়াজের দাম বৃদ্ধি পাচ্ছে। তবে দ্রুতই যশোরে পেঁয়াজের দাম কমবে।