ঝিনাইদহের শৈলকুপার গাবলা গ্রামে এক স্কুলছাত্রী (১২) ধর্ষণের অভিযোগ উঠেছে। শুক্রবার রাতে এ ঘটনা ঘটে। মেয়েটি স্থানীয় ভাটই মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্রী।
ঘটনার পর থেকেই অভিযুক্ত রিফাত (১৭) পলাতক রয়েছে। রিফাত একই গ্রামের রুহুল মোল্লার ছেলে। রাতেই এ ঘটনায় রিফাতসহ তিনজনকে আসামী করে শৈলকুপা থানায় মামলা দাযের করা হয়েছে।
মেয়েটির বাবা জানান, সন্ধ্যায় তিনি ও তার স্ত্রী পাশের বাড়িতে একটা অনুষ্ঠানে গিয়েছিলেন। রাতে মেয়েটি তাদের ডাকতে যায়। এর কিছুক্ষণ পর বাড়িতে ফিরে মেয়েকে ঘরে দেখতে না পেয়ে তারা খোঁজাখুজি শুরু করেন। পরে ধান ক্ষেতে মুখ বাঁধা অবস্থায় তাকে দেখতে পান। ওই সময় তাদের দেখে পাশের বাড়ির রিফাতসহ কয়েকজন পালিয়ে যায়। পরে মেয়েটিকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়।
ঝিনাইদহ সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা: নাইম সিদ্দিকী জানান, আলামত সংগ্রহ করা হয়েছে। অন্যান্য পরীক্ষা শেষে বলা যাবে প্রকৃতই সে ধর্ষণের শিকার হয়েছে কিনা ।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বজলুর রহমান জানান, স্কুলছাত্রী ধর্ষণের ঘটনায় মামলা দায়ের হয়েছে। আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।