চট্টগ্রামে নকশা অনুমোদন না নিয়ে ভবন নির্মাণ করায় এক ভবন মালিককে জেলে পাঠিয়েছেন আদালত। রোববার চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের বিশেষ মহানগর হাকিম সাইফুল আলম চৌধুরীর আদালত এ আদেশ দেন। ভবন মালিক হলেন- পাঁচলাইশ থানার পূর্ব নাছিরাবাদ ষোলশহর আদর্শপাড়ার মো. ইউনুছ।
আদালতের বেঞ্চ সহকারী মো. ফয়েজ আহমেদ বলেন, নকশা অনুমোদন ছাড়া ভবন নির্মাণের অভিযোগ এনে গত ৩০ জুন মো. ইউনুছ ও তার স্ত্রী সাহেদা বেগমের বিরুদ্ধে মামলা করেন প্রতিবেশী হাজি মো. আবু তাহের। আদালত মামলাটি আমলে নিয়ে ইমারত নির্মাণ কমিটিকে তদন্তের নির্দেশ দেন। ইমারত নির্মাণ কমিটি সরেজমিন তদন্তে নেমে নকশা অনুমোদন না নিয়ে তিনতলা ভবন নির্মাণের অস্তিত্ব পান।
আদালতে তদন্ত প্রতিবেদন জমা দেন সহকারী অথরাইজড অফিসার তানজীব হোসেন। পরে আসামিকে আদালতে হাজির হওয়ার আদেশ দিলেও তিনি হাজির হননি। এরপর তার বিরুদ্ধে পরোয়ানা জারি করা হয়। রোববার আদালতে এসে আত্মসমর্পণ করলে ইউনুছের জামিন নামঞ্জুর করে জেলে পাঠিয়ে দেওয়া হয়। তার স্ত্রী সাহেদা বেগমকে জামিন দেওয়া হয়েছে।