বোয়ালমারীতে সড়ক দুর্ঘটনায় শিশু নিহত

ফরিদপুরের বোয়ালমারীতে দুটি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে আড়াই বছরের এক শিশু নিহত হয়েছে। আহত হয়েছে চারজন।

মঙ্গলবার সকালে উপজেলার শেখর ইউনিয়নের তেলজুড়ী গ্রামে ইটবাহী একটি থ্রি-হুইলার একটি শিশুকে চাপা দিলে ঘটনাস্থলে মৃত্যু হয় তার। নিহত শিশুটির নাম তিশা। সে তেলজুড়ী গ্রামের তৈয়ব মোল্যার মেয়ে। অপরদিকে মাঝকান্দি ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কের কানখড়দী নামক স্থানে সূর্যমুখী পরিবহনের একটি লোকাল বাস নিয়ন্ত্রণ হারিয়ে একটি ইজিবাইককে চাপা দিলে ইজিবাইক চালকসহ চারজন মারাত্মক আহত হন। আহতরা হলেন, উপজেলা সদর ইউনিয়নের চালিনগর গ্রামের রাজিব শেখ (১৮), হালিমা বেগম (২২), হুসাইন সিকদার (০৫), শেফালী বেগম (৩৫)। আহতরা বোয়ালমারী স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

বোয়ালমারী থানা পুলিশের উপপুলিশ পরিদর্শক মাহামুদ জানান, দুর্ঘটনার পর বাস ও থ্রি-হুলার চালক পলাতক রয়েছে। শিশুটির লাশ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের মাধ্যমে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে, থ্রি-হুইলারটি জব্দ করা হয়েছে।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যানেল সাবস্ক্রাইব করুন

পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com