ফরিদপুরের বোয়ালমারী উপজেলার জয়পাশা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে প্রাথমিক সমাপনী পরীক্ষায় (পিএসসি) নকলে সহায়তার অভিযোগে বৃহস্পতিবার এক কক্ষ পরিদর্শককে এ অর্থদণ্ড করেছেন ভ্রাম্যমাণ আদালত।
আদালত সূত্রে জানা যায়, ওই দিন প্রাথমিক সমাপনী পরীক্ষায় ধর্ম বিষয়ে পরীক্ষা চলাকালে জয়পাশা কেন্দ্রে কক্ষ পরিদর্শকের দায়িত্ব পালনকালে হাসামদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক অশোক কুমার মণ্ডলকে (৩৮) নকলে সহায়তার অভিযোগে হাতেনাতে আটক করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ঝোটন চন্দ। এ সময় ওই শিক্ষক প্রশ্নপত্রের ওপর উত্তর লিখে তা মুখে মুখে পরীক্ষার্থীদের বলে দিচ্ছিলেন। আদালত অভিযুক্ত শিক্ষক অশোককে ১৯৮০ সালের পাবলিক পরীক্ষা অপরাধ আইনে ১০ হাজার টাকা জরিমানা করেছেন।