যুবলীগকে নতুনভাবে সাজানো হবে বলে জানিয়েছেন সংগঠনটির নবনির্বাচিত চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ।
রোববার ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন যুবলীগের নতুন কমিটির নেতাকর্মীরা।
প্রথমে জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন নতুন চেয়ারম্যান এবং সাধারণ সম্পাদক।
শ্রদ্ধা নিবেদন শেষে যুবলীগ নিয়ে ভবিষ্যত পরিকল্পনার কথা জানান চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ। তিনি বলেন,এদেশের শক্তি যুব সমাজ। তাদের উন্নয়নে কাজ করা হবে। এ শক্তিকে সম্পদে রূপ দেয়া হবে।
পরে যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ এবং সাধারণ সম্পাদক মাঈনুল হাসান নিখিল, সাবেক সাধারণ সম্পাদকসহ নেতা-কর্মীরা ধানমন্ডি থেকে বনানী কবরস্থানে যান। সেখানে ১৫ আগস্টে নিহতদের প্রতি শ্রদ্ধা জানান।