গাজীপুরের ভাওরাইদ থেকে ইয়াবাসহ চার ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। মঙ্গলবার রাতে তাদেরকে আটক করা হয়।
আটকরা হলো- ভাওরাইদ দক্ষিণপাড়ার মো. রেজাউল ইসলাম, মো. শাহিদুল হোসেন, বাসন থানার ইটাঁহাটার মো. আমিনুল ইসলাম বাবু ও ময়মনসিংহের ভালুকার মো. শাকিল আহমেদ।
এ সময় তাদের দেহ তল্লাশী করে ৫৫ পিস ইয়াবা ট্যাবলেট, ইয়াবা বিক্রির নগদ ১৭ হাজার ২৪০ টাকা এবং ৪ টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
র্যাব-১, স্পেশালাইজড কোম্পানি পোড়াবাড়ী ক্যাম্প কমান্ডার লে. আব্দুল্লাহ আল মামুন জানান, মঙ্গলবার রাত সাড়ে ৯টায় র্যাবের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়। খবর পেয়ে ভাওরাইদ দক্ষিণপাড়ার মজিবুর রহমানের চায়ের দোকানের পূর্ব পাশে অভিযান চালানো হয়। এ সময় চার মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
তিনি আরো জানান, উদ্ধারকৃত মাদক, নগদ টাকা এবং আটকদের বুধবার থানায় সোপর্দ করা হয়েছে।