বেসরকারি বিশ্ববিদ্যালয় স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের শিক্ষার্থী রুবাইয়াত শারমিন রুম্পা হত্যার প্রতিবাদে এবং দোষীদের খুঁজে বের করে দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (৯ ডিসেম্বর) দুপুরের সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সুপ্রিম কোর্টের স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি ল’ইয়ার্স অ্যাসোসিয়েশনের ব্যানারে অনুষ্ঠিত মানববন্ধনে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি চৌধুরী শামসুল আরেফিন রওনক ও সম্পাদক মাহফুজুর রহমান রোমানসহ নির্বাহী কমিটির বেশ কয়েকজন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তারা স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের মেধাবী শিক্ষার্থী রুম্পা হত্যায় জড়িতদের অবিলম্বে গ্রেফতার করে বিচারের আওতায় আনার দাবি জানান।
Please follow and like us: