রাজের সঙ্গে বিয়ে হয়েছে প্রায় বছর দেড়েক। ভরা সংসার, কাজ, ঘরকন্যা নিয়ে ভালই দিন কাটাচ্ছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। এরই মধ্যে পাপারাৎজির ঠেলায় তাঁর অন্তঃসত্ত্বা হওয়ার ভুয়ো খবর যে হাওয়ায় ভাসেনি এমনটা নয়, তবে তা শুধুই গুজব।
এরই মধ্যে সোমবার সকালে নিজের প্রথম সন্তানের সঙ্গে অনুরাগীদের আলাপ করালেন অভিনেত্রী। সেই সন্তান কিন্তু আবার বয়সে খুব ছোট নয়। এমনকি তাঁকে জন্মও দেননি শুভশ্রী। তাহলে?
ব্যাপারটা তবে একটু খোলসা করেই বলা যাক। শুভশ্রীর ‘প্রথম সন্তান’ হলেন অভিনেত্রীরই নিজের দিদি দেবশ্রী গঙ্গোপাধ্যায়ের ছেলে অনীশ। ছোট থেকেই মাসির কাছে আদর-ভালবাসা পেয়ে বড় হয়ে উঠেছে সে। শুভশ্রীও তাঁকে বড় করে তুলেছেন এক্কেবারে নিজের সন্তানের মতো। মাঝে মাঝেই অনীশের সঙ্গে ভিডিয়ো, ছবি পোস্ট করেন রাজের ‘পরিণীতা’।
Please follow and like us: