সাভারের অস্ত্র ও গুলিসহ আবু তালেব (৪৫) নামে এক ইউপি সদস্যকে আটক করেছে র্যাব-৪।
শুক্রবার (১৩ ডিসেম্বর) রাতে কাউন্দিয়া ইউনিয়নের সাদারবাড়ি থেকে তাকে আটক করা হয়।
আটককৃত ইউপি সদস্য সাভারের কাউন্দিয়া ইউনিয়নের সাদারবাড়ি এলাকার মৃত গেদু মিয়ার ছেলে এবং কাউন্দিয়া ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ডের সদস্য।
র্যাব-৪ মিরপুর শাখার অধিনায়ক মোজাম্মেল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে ইউপি সদস্য আবু তালেবের বাড়িতে অভিযান চালায় র্যাব। এ সময় তার বাড়ি থেকে একটি অবৈধ অস্ত্র ও দুই রাউন্ড গুলিসহ তাকে আটক করা হয়। অবৈধ অস্ত্র দেখিয়ে ওই ইউপি সদস্য বিভিন্ন সময় এলাকার মানুষকে ভয়ভীতি দেখিয়ে আসছিলেন বলে জানান তিনি।
এছাড়া পরে রাতেই তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের পর তাকে সাভার মডেল থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয় বলেও জানান এই কর্মকর্তা।