শিশুদের জন্য নরক আফগানিস্তান

আফগানিস্তানে জাতিসংঘের একটি সহযোগী সংগঠন -উনামা বলছে, চলতি বছরের প্রথম নয় মাসে ৬৩১ শিশু নিহত হয়েছে এবং আহত হয়েছে ১৮৩০ শিশু।

ইউনিসেফের হিসেব উল্লেখ করে দ্য ডেইলি সাবাহ বলেছে, আফগানিস্তানে গড়ে প্রতিদিন ৯ জন শিশু আহত কিংবা নিহত হচ্ছে।

ইউনিসেফের এক্সিকিউটিভ ডিরেক্টর হেনরিটা ফরে বলেন, ২০১৯ সাল বিশেষ করে আফগানিস্তানে শিশুদের জন্য মারাত্মক হয়ে দাঁড়িয়েছে।

২০০৯ সাল থেকে ২০১৮ সালের মধ্যে আফগানিস্তানে চলমান সহিংসতায় প্রায় ৬,৫০০ শিশুর প্রাণহানি ঘটেছে, আহতের সংখ্যা প্রায় ১৫ হাজার। জাতিসংঘের প্রতিবেদনে এমনই তথ্য উঠে এসেছে।

সহিংসতার পরিণতি ছাড়াও শিশুরা বিভিন্ন দুর্যোগ ও দারিদ্র্যে আক্রান্ত। ইউনিসেফ বলছে, পাঁচ বছরের নিচে প্রায় ৬ লাখ শিশু অপুষ্টিতে ভুগছে। অন্যদিকে, ৩৭ লাখ স্কুলগামী শিশু স্কুলে যাচ্ছে না। প্রতি তিন জনের একজন শিশুশ্রমের সঙ্গে জড়িত।

 

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যানেল সাবস্ক্রাইব করুন

পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com