আওয়ামী লীগের কাউন্সিল অধিবেশন আজ

আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলনের প্রথম পর্ব শেষ হয়েছে। শনিবার সকাল ১০টায় সোহরাওয়ার্দী উদ্যানের পাশে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বসছে কাউন্সিল অধিবেশন। সম্মেলনের এ পর্বেই নতুন নেতা নির্বাচন করা হবে।

কাউন্সিল অধিবেশনে বেশ কয়েকজন কাউন্সিলরের বক্তব্য শুনবেন আওয়ামী লীগ সভাপতি। এরপর কাউন্সিলের জন্য গঠিত নির্বাচন পরিচালনা কমিটি নেতৃত্ব নির্বাচন প্রক্রিয়া শুরু করবে। কাউন্সিলরদের মধ্য থেকে একজন নাম প্রস্তাব করবেন সভাপতি পদে। আরেকজন ওই প্রস্তাব সমর্থন করবেন।

সাধারণ সম্পাদক পদেও একই পদ্ধতি অনুসরণ করা হবে। কোনো পদে একাধিক প্রার্থী না থাকলে যার নাম প্রস্তাব হবে তিনিই নির্বাচিত হবেন। আওয়ামী লীগের আগের বেশ কয়েকটি সম্মেলনেই সভাপতি ও সাধারণ সম্পাদক পদে একজন করে প্রার্থীর নামই প্রস্তাব হয়েছে।

গতকাল শুক্রবার বিকেলে আওয়ামী লীগের জাতীয় সম্মেলনের উদ্বোধন হয়। সভাপতির ভাষণ শেষে সম্মেলন আজ সকাল সাড়ে ১০টা পর্যন্ত মুলতবি করেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যানেল সাবস্ক্রাইব করুন

পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com