এসময় ১৮ বছর পূর্ণ না হলে বিয়ে দেবে না এমন অঙ্গীকারও করে দুই মেয়ের পরিবার
রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় বাল্যবিবাহ পড়ানোর অপরাধে শিররুল হুদা (৪৫) নামের এক কাজীকে এক বছর বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার (২১ ডিসেম্বর) দুপুরে উপজেলার মাটিকাটা ইউনিয়নের রাইয়াপুর গ্রামে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল ইসলাম সরকার এ কারাদণ্ড দেন।
গোদাগাড়ী উপজেলা নির্বাহী অফিসার নাজমুল ইসলাম সরকার জানান, শুক্রবার দুপুরে দুই নাবালিকার বিয়ের খবর পেয়ে তিনি ও একই ইউনিয়নের উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিলে আরেকটি বাল্যবিবাহ বন্ধ করে দেন। বিয়ে বাড়ির খাবার স্থানীয় মসজিদ ও এতিম খানায় বিতরণ করা হয় এবং কাজীকে এক বছরের জেল প্রদান করা হয়।
তবে এসময় পাত্র ও তার বাবা পালিয়ে যায়।অন্যদিকে অপর একটি বিয়ের আসরে ম্যাজিস্ট্রেটের উপস্থিতির খবর পেয়ে বরপক্ষের লোকজন আসেনি। এসময় ১৮ বছর পূর্ণ না হলে বিয়ে দেবে না এমন অঙ্গীকারও করে দুই মেয়ের পরিবার।