কুষ্টিয়ার মিরপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় (৬৫) এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।
রোববার (২২ ডিসেম্বর) বিকেল ৩টা ৪৫ মিনিটে মিরপুর রেলওয়ে স্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটে।
পৌড়াদহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার জসিম উদ্দিন জানান, সৈয়দপুর থেকে ছেড়ে আসা খুলনাগামী আন্তঃনগর ‘রূপসা এক্সেপ্রেস’ ট্রেনটি মিরপুর স্টেশন ক্রস করার সময় ট্রেনের নিচে কাটা পড়ে এক বৃদ্ধা মারা যান। তিনি ভিক্ষুক বলে ধারণা করা হচ্ছে। রেলওয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে ওই বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে।
Please follow and like us: