ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হক নুর ও তার সমর্থকদের ওপর হামলার ঘটনায় আহত আরও তিনজন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে হাসপাতালে মোট ভর্তি হলো আটজন।
মঙ্গলবার (২৪ডিসেম্বর) বিকেলে ঢামেক হাসপাতালে ভর্তি হন তারা। ভর্তির বিষয়টি নিশ্চিত করেন হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. ফিরোজ আহমেদ।
তিনি বলেন, তিনজনকে নতুন করে ভর্তি করা হয়েছে। তবে তাদের অবস্থা গুরুতর নয়।
আহতরা হলো, ঢাকা কলেজের মাস্টার্সের ছাত্র মেহেদী হাসান (২৪), গণিত বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র নাজমুল হোসেন (২১) এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র আরিফুল ইসলাম (২৩) । তাদেরকে কেবিনে রাখা হয়েছে।
এর আগে ঘটনার দিন তারা তিনজন ঢামেক হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে ধানমন্ডিতে গণস্বাস্থ্য হাসপাতালে ভর্তি হন।