পাবনার ঈশ্বরদীর ঈশ্বরদী রেল স্টেশন থেকে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। বুধবার রাতে র্যাব-১২, সিপিসি-২ পাবনা অভিযান চালিয়ে তাকে আটক করে।
আটক মোহাম্মদ আলী পাবনার ঈশ্বরদীর ফতেহ মোহাম্মদপুর এলাকার আব্দুস সোবাহানের ছেলে।
র্যাব-১২, সিপিসি-২ পাবনার ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার আমিনুল কবীর তরফদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি বিশেষ আভিযানিক দল রাত ৯টার দিকে ওই মাদক ব্যবসায়িকে আটক করে। তার কাছ থেকে ১২৯০ পিছ ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় তার কাছ থেকে ইয়াবা বিক্রির টাকা এবং মোবাইল উদ্ধার করা হয়।
র্যাব কমান্ডার জানান, ওই মাদক ব্যবসায়ি জিজ্ঞাসাবাদে জানান তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় ইয়াবা কেনা -বেচা করে আসছিল।
তার বিরুদ্ধে বুধবার রাতেই ঈশ্বরদী থানায় মামলা দায়ের করা হয়েছে।