শীতে কাঁপছে পুরো বাংলাদেশ। তবে দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ে যেন শীতের হিমেল হাওয়া একটু বেশিই বইছে। গতকাল বুধবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল জেলাটির তেঁতুলিয়াতে। এদিন তেঁতুলিয়ার তাপমাত্রা ছিল ৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। তবে আজ সেখানে তাপমাত্রা আরও কমেছে। আজ তেঁতুলিয়ায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস, যা দেশের মধ্যে সবচেয়ে কম তাপমাত্রা।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রহিদুল ইসলাম বলেন, ‘পঞ্চগড়ে শীত জেঁকে বসেছে। প্রতিদিন উত্তরের হিমেল বাতাসে তাপমাত্রা কমতে শুরু করছে। দিনের তুলনায় রাতে তাপমাত্রা বেশি কমছে। আজ বৃহস্পতিবার ভোরে তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।’
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এটি আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা।
গতকাল হুট করেই শীতের তীব্রতা বৃদ্ধি পেয়েছে পঞ্চগড়ে। গত মঙ্গলবার এখানে তাপমাত্রা ছিল ৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।