সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ছিনতাইয়ের প্রস্তুতির সময় র্যাবের অভিযানে সাতজন আটক হয়েছেন। শুক্রবার রাতে উপজেলার সলঙ্গা থানার হাটিকুমরুল থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- উল্লাপাড়ার চর সাতবাড়ীয়া গ্রামের কোবাদ হোসেনের ছেলে আলম সরদার ও তার ভাই ফিকুল ইসলাম, একই উপজেলার ঘোষগাঁতী পালপাড়ার মংলা চন্দ্র ভৌমিকের ছেলে উজ্জল চন্দ্র ভৌমিক, বোয়ালিয়া কামারখালির আব্দুল বয়েতের ছেলে সেলিম হোসেন, বেতকান্দি দক্ষিণপাড়ার সুরত আলীর ছেলে আবুল কালাম আজাদ, সলঙ্গা থানার চরিয়া শিকার উত্তরপাড়ার আব্দুল হাদী তালুকদারের ছেলে আদিলউজ্জামান ও তার ভাই আজিজুর রহমান শান্ত।
র্যাব-১২ এর সিরাজগঞ্জ ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার খলিলুর রহমান জানান, শুক্রবার গভীর রাতে হাটিকুমরুলের মহাসড়কে ছিনতাইয়ের প্রস্তুতি নিচ্ছিল একদল লোক। এমন তথ্যের ভিত্তিতে র্যাবের একটি টহল দল অভিযান চালিয়ে সাতজনকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে দুটি চাকু, দুটি কাটার, দুটি প্লাস, দুটি স্ক্রু ড্রাইভার, একটি টেস্টার, ২৫ গ্রাম গাঁজা ও ছয়টি ইয়াবা উদ্ধার করা হয়।
তিনি আরো জানান, এ ঘটনায় সলঙ্গা থানায় মামলা করা হয়েছে।