ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে চোরাই প্রাইভেটকারসহ এক যুবককে আটক করেছে পুলিশ।
শনিবার ভোরে তাকে আটক করা হয়।
আটক আহম্মেদ রাজিব হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার খোরারকুল এলাকার মমিন মিয়ার ছেলে।
বিজয়নগর থানার ওসি (অতিরিক্ত দায়িত্ব) সুমন কুমার আদিত্য জানান, ভোরে চেকপোস্টে ডিউটি পরিচালনা করার সময় জেলার বিজয়নগর উপজেলার মির্জাপুর এলাকার ভিশন দোকানে সামনে মির্জাপুর-হরষপুর পাকা সড়ক থেকে প্রাইভেটকারসহ তাকে আটক করা হয়।
পরে তার কথাবার্তায় সন্দেহ হলে জিজ্ঞাসাবাদে জানায় ঢাকা বসুন্ধরা কনভেনশন হল এর সামনে থেকে গাড়িটি চুরি করে সে। পরে গাড়ির মালিক মো. আবুল হাসনাত ঢাকা থেকে এসে তার গাড়ি শনাক্ত করে মামলা করলে দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।
Please follow and like us: