গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৭২ বছর ৪ জানুয়ারী বাংলাদেশ ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী সফল করার লক্ষ্যে ঢাকা মহানগর ছাত্রলীগ উত্তর কর্তৃক প্রস্তুতি সভা আয়োজন করেছে ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগ। শুক্রবার (২৮ ডিসেম্বর) বঙ্গবন্ধু এভিনিউ বাংলাদেশ ছাত্রলীগের কার্যালয় এ সভা অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগ এর ভারপ্রাপ্ত সভাপতি আল নাহিয়ান খান জয় ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য। এছাড়া উক্ত সভায় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সমস্ত নেতৃত্ববৃনদ ও এর অন্তর্গত সকল থানা, কলেজ ও ইউনিটের সভাপতি ও সাধারণ সম্পাদক।
সভায় সভাপতিত্ব করেন ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সভাপতি মো: ইব্রাহিম হোসেন, পরিচালনা করেন ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইদুর রহমান হৃদয়।
আগামী ৪ জানুয়ারী বাংলাদেশ ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী সফল করার লক্ষ্যে নানা ধরনের দিক নির্দেশনা দেন এই শীর্ষ ছাত্রলীগের নেতারা।